aparajita

magazine

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

সেপ্টেম্বর ১৫, ২০২০

আজকের অপরাজিতা প্রয়াস এর অন্যতম চরিত্র নবনীতা পন্ডিত

 

আপনারা সবাই জানেন যে 1লা  সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে অপরাজিতা ম্যাগাজিন এর ফ্রন্ট পেজ এবং 17 ই সেপ্টেম্বর আসতে চলেছে অপরাজিতা ম্যাগাজিনের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা। অপরাজিতা ম্যাগাজিন মূলত নারী কেন্দ্রিক একটি পত্রিকা। 2020 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এটি প্রকাশিত হয় অফলাইনে। এবারে আসতে চলেছে দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা একইসাথে পূজাবার্ষিকী নিয়ে। তার সাথে সাথে আসছে অপরাজিতা ম্যাগাজিনের নতুন প্রয়াস  আজকের  অপরাজিতা।  

আপনাদের আগেই বলেছি যে এখানে আমাদের মডেলদের দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। যার মধ্যে অন্যতম একটি মুখ্য চরিত্র  ধর্ষিতা মেয়ে। এই চরিত্রটি করছে নবনীতা পন্ডিত। অপরাজিতা ম্যাগাজিনে আমরা তাকে দেখতে পাবো ধর্ষিতা মেয়ের চরিত্রে। 
কিন্তু সে তার আসল জীবনে কেমন ? জেনে নেবো নবনীতার কাছ থেকে। নবনীতা বলল -আমি প্রথম বর্ষের ছাত্রী। আমার স্বপ্ন হলো অভিনয় করা এবং আস্তে আস্তে সেই  স্বপ্নের দিকে এগোচ্ছি। এছাড়া আমি ডান্স করতে  খুব ভালোবাসি।  

খুব একটা ফুডী  নই আমি। তবে ফ্রাইড রাইস ও  চিলি চিকেন খেতে বেশি পছন্দ করি। নবনীতা সমাজের উদ্দেশ্যে জানালো
 যে, আমাদের সমাজে  ধর্ষণ  তখনই  কমবে যখন আমরা নিজেদের দৃষ্টি ভঙ্গিকে বদলাবো। ঠিকই তো, আমরাও এই  কথাটা স্বীকার করি , যে সবার আগে আমাদের নিজেদের দৃষ্টি ভঙ্গিকে বদলাতে হবে। আজকের অপরাজিতা সম্পর্কে আরো জানতে হলে পড়তে হবে অপরাজিতা ম্যাগাজিন।
সেপ্টেম্বর ১৫, ২০২০

প্রকৃত নিজের জীবনে আজকের অপরাজিতা হয়ে উঠেছেন মেঘ সায়ন্তনী ঘোষ

   

আপনারা সবাই জানেন যে 1লা  সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে অপরাজিতা ম্যাগাজিন এর ফ্রন্ট পেজ এবং 17 ই সেপ্টেম্বর আসতে চলেছে অপরাজিতা ম্যাগাজিনের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা। অপরাজিতা ম্যাগাজিন মূলত নারী কেন্দ্রিক একটি পত্রিকা। 2020 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এটি প্রকাশিত হয় অফলাইনে। এবারে আসতে চলেছে দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা একই সাথে পূজাবার্ষিকী নিয়ে। তার সাথে সাথে আসছে অপরাজিতা ম্যাগাজিনের নতুন প্রয়াস  আজকের  অপরাজিতা। 


আপনাদের আগেই বলেছি যে এখানে আমাদের মডেলদের দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। কিন্তু এখানে এরকম একজন মানুষকে আমরা দেখতে পাবো যে তার নিজের  জীবনেই আসলে হয়ে উঠেছেন আজকের অপরাজিতা। তিনি হলেন রূপান্তরকামী মেঘ সায়ন্তনী ঘোষ।



অপরাজিতা ম্যাগাজিনে আপনারা জানতে পারবেন  সায়ন্তন ঘোষ এর মেঘ সায়ন্তনী ঘোষ হয়ে ওঠার জীবন কাহিনী।   তিনি হলেন রূপান্তরকামীদের মধ্যে প্রথম আইনজীবী।  আমরা সবাই জানি যে সমাজের চোখে রূপান্তরকামী  যে সব মানুষজন আছেন তারা কিন্তু এখনও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয়। সেই ক্ষেত্রে মেঘ সায়ন্তনী ঘোষ  রূপান্তরকামী আইনজীবী হওয়ার  জন্য তাকে  অনেক  অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এবং তার পরেও সে সব বাঁধা পেরিয়ে হয়ে উঠেছেন আজকের অপরাজিতা। 
মেঘ সায়ন্তনী ঘোষ এর সম্পর্কে আরো জানতে চাইলে  পড়তে হবে অপরাজিতা ম্যাগাজিন।

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

সেপ্টেম্বর ১৩, ২০২০

আজকের অপরাজিতা প্রয়াসের অন্যতম মুখ্য চরিত্র অনিন্দিতা সোম

    1লা সেপ্টেম্বর প্রকাশিত হলো অপরাজিতা ম্যাগাজিন এর ফ্রন্ট পেজ এবং 17 ই সেপ্টেম্বর আসতে চলেছে অপরাজিতা ম্যাগাজিনের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা। অপরাজিতা ম্যাগাজিন মূলত নারী কেন্দ্রিক একটি পত্রিকা। 2020 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এটি প্রকাশিত হয় অফলাইনে। এবারে আসতে চলেছে দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা একইসাথে পূজাবার্ষিকী নিয়ে। তার সাথে সাথে আসছে অপরাজিতা ম্যাগাজিনের নতুন প্রয়াস  আজকের  অপরাজিতা। 


যেখানে আমাদের মডেলদের দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে যার মধ্যে মুখ্য একটি চরিত্র অ্যাসিড  ভিকটিম। এই চরিত্রটি ফুটিয়ে তুলেছেন অনিন্দিতা সোম।


আমরা অপরাজিতা ম্যাগাজিনে তাকে দেখতে পাবো অ্যাসিড ভিকটিমের চরিত্রে। কিন্তু আসল জীবনে সে কেমন? জেনে নেবো অনিন্দিতার কাছ থেকে। অনিন্দিতা বলল-আমি মধ্যবৃত্ত পরিবারের একটি মেয়ে। মডেলিং করি আমি।  ঘুরতে খুব ভালোবাসি এবং ঘুমাতে খুব ভালো লাগে আমার। আমি একদমই  ফুডি নই । তবে আমি আইসক্রিম লাভার। 

 অনিন্দিতা যে শুধু আইসক্রিম খেতে ভালোবাসে  শুধু তাই নয়,  সে আইসক্রিম বানাতেও পারে।  তাই সে অপরাজিতা ম্যাগাজিনের সাথে শেয়ার করলো তার বানানো চকলেট ফ্লেভার এর একটি আইসক্রিমের রেসিপি।


চকলেট আইসক্রিম বানানোর রেসিপি,

1- 50gm Dark chocolate

2-quarter cup of milk

3-450 ml fresh cream

4-1 tbsp cocoa powder

5- 3 -4 tablespoon sugar

6- chocolate syrup

7- choco chips for garnishing.

  পদ্ধতি :Dark চকলেট টাকে  কিউব  করে নিতে হবে।  Low flame  e Quter  কাপ অফ মিল্ক  এবং ফ্রেশ  ক্রিম অ্যান্ড চকো পিস গুলো  হ্যান্ড   গ্রাইন্ডার  দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তার পর  হাফ  কাপ কোকো পাউডার অ্যান্ড  হাফ  কাপ সুগার  পাউডার দিয়ে মিক্সড করতে হবে ভালো ভাবে। তারপর 400 গ্রাম ফ্রেশ মিল্ক এর সাথে ওই  চকলেট মিক্সার টা অ্যাড করে দিন।  তারপর একটি বাটিতে ঢেলে নিতে হবে  এবং  ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে চকলেট আইসক্রিম রেডি। এবার চকোচিপ  এবং চকলেট সিরাপ দিয়ে  পরিবেশন করতে  হবে।

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

জুলাই ২৪, ২০২০

বাস্তব নিয়ে মুখোমুখি অভিনেত্রী , তৃণমূল নেত্রী , রাজ্যের মানবাধিকার কমিশনের মহিলা দপ্তরের প্রেসিডেন্ট এবং পর্যটন মন্ত্রী গৌতম দেবের ভাগ্নি দেবশ্রী ভট্টাচার্য



আমরা সবাই দেবশ্রী ভট্টাচার্য কে এক নামে চিনি , তিনি একজন অভিনেত্রী শুধু নয় , একাধারে যেমন তৃণমূল নেত্রী  তেমনি রাজ্যের মানবাধিকার কমিশনের মহিলা দপ্তরের প্রেসিডেন্ট । অভিনয় জীবনের সাথে রাজনীতি জীবন দুটোকেই সমান তালে এগিয়ে নিয়ে চলেছে। 
যদি এক কথায় বিশ্লেষণ করা হয় , তিনি হলেন বাংলার অগ্নিকন্যা। এক হাতে দেবী দূর্গার মতো তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করে চলেছে। করোনার মতো কোনো মহামারী হোক কিংবা আমফান র মতো কোনো তুফান ; সব কিছুকে উপেক্ষা করে " আমি তোমাদের পাশে আছি " এই স্লোগান দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর অনুপ্রেরণা নিয়ে তিনি সকল মানুষের সেবা করে চলেছেন। 
তিনি বলেন আমাকে যে যাই হুমকি দিক আমি লরবই , মানুষের পাশে থাকা আমার কাম্য।। 

ইতিমধ্যে তার নুতুন মুভির শুটিং অবধি চলছে। তার সাথে সাথে পরিবারকে সময় দেওয়া ; সত্যি ওনার পক্ষেই সম্ভব। 
তিনি সরাসরি পায়েল সরকারের লেখায় " বাস্তব " উপন্যাস টি নিয়ে বলেন খুব আকর্ষণীয় থিম নিয়ে লেখা এই উপন্যাসটি। 
আমাদের সবার পক্ষ থেকে দেবশ্রী ভট্টাচার্য র জন্য রইল অনেক অভিনন্দন।

বুধবার, ২২ জুলাই, ২০২০

জুলাই ২২, ২০২০

পায়েল সরকার শেয়ার করলেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি সত্তিকারের ঘটনা

   

 
২২.০৭.২০২০ , বুধবার , বিখ্যাত সিরিয়াল অভিনেত্রী এবং লেখিকা পায়েল সরকার এবং স্টারলাইটের ম্যানেজিং ডিরক্টর সহেল সাহা সকালে প্রমোশনের জন্য রওনা হয় ।
সহেল সাহা গাড়িতে উঠবার আগে ওনার ব্যাগটি তার ফ্ল্যাটের নিচে রেখে , ফ্ল্যাটের গার্ডের বসবর্তি স্থানে । মাত্র ২ মিনিটের জন্য উনি বাহির হন , সেই সুযোগে ওনার ব্যাগ থেকে ১২,২০০ টাকা উনি চুরি করেন এবং হঠাৎ করে গার্ড সেই স্থান থেকে বেরিয়ে যান। 



   
পরে যখন উনি ফিরে আসেন ওনাকে রীতিমতো জেরা করা হয় এবং উনি পুরোটাই এড়িয়ে যান । যদিওবা এই জিনিসটির কোনো প্রমাণ নেই। সেই সময় সহেল সাহা পুরোপুরি ভেঙ্গে যান অবং সেই সময় যখন অভিনেত্রী এবং লেখিকা পায়েল সরকার এসে উপস্থিত হন তখন চিৎকার করে সহেল সাহার ফ্ল্যাটের একজন সদস্য " সুদর্শন কুন্ডু " বলে পায়েল সরকার কে ধাক্কা মারে এবং উঁচু গলায় কথা বলে ওনার সাথে অশ্লীলতার চেষ্টা করে। কিন্তু সেই সময় একটা মেয়ের সম্মান রক্ষার্থে কেউ এগিয়ে আসে না। 
সাথে সাথে পায়েল সরকার সেই সময় সহেল সাহা কে নিয়ে বেরিয়ে যান এবং নিউজ এবং মিডিয়া ডিপার্টমেন্ট কে জানায়। 
সত্যি আমরা কোন সমাজে বসবাস করছি যেখানে মেয়েদের সাথে এরকম করা হয়। আজ আমার সাথে যদি হতে পারে কাল যে কোনো সাধারণ মেয়ে অথবা নারীদের সাথে হতে পারে। তাই বলছি সবাই এগিয়ে আসুন এবং এর যথাযথ ব্যবস্থা আমরা চাই।

শনিবার, ১৮ জুলাই, ২০২০

জুলাই ১৮, ২০২০

আসছে অপরাজিতা ম্যাগাজিনের পূজা বার্ষিকী সংখ্যা

   




  চলতি বছরের শুরুতে প্রকাশিত হয়েছিল অপরাজিতা ম্যাগাজিন। সমাজের পিছিয়েপড়া নারীদের উৎসাহ জোগাতে এগিয়ে এসেছিল অপরাজিতা ম্যাগাজিন । যেখানে প্রায় সব ম্যাগাজিন সেলিব্রেটি কভারে ব্যস্ত, সেখানে অপরাজিতা তারকাদের পাশাপাশি খুঁজে চলেছে সমাজে আসল অপরাজিতা নারী দের। এছাড়াও এই ম্যাগাজিনে নতুন প্রজন্মের লেখক, লেখিকা, চিত্র শিল্পী দের তুলে ধরা হয়। আর তারকাদের ও খেলার দুনিয়ার কিছু চেনা জীবনে অজানা গল্পের সম্ভার এই ম্যাগাজিন।


 মূলত ২০১৯ সালে এপ্রিলে এই ম্যাগাজিন অনলাইন এ প্রথম প্রকাশ পায়। তারপর এই পথচলা আর থামেনি।


 বর্তমান পরিস্থিতির শিকার হয়ে এই ত্রৈমাসিক ম্যাগাজিনের দ্বিতীয় ও তৃতীয় ভাগ প্রকাশিত হতে বাধাপ্রাপ্ত হয়েছে। পাঠকরা যাতে কোনো ভাবেই বঞ্চিত না হয় তাই এবার সব প্রতিকূলতা পেরিয়ে দ্বিতীয় ও তৃতীয় ভাগ একত্রে আসছে পূজা বার্ষিকী সংখ্যায়। 



 গত রবিবার বাঘাযতীন এলাকার একটা স্টুডিও তে সমস্ত সচেতনতার মধ্য দিয়ে হয়ে গেল অপরাজিতা ম্যাগাজিনের ফটোশুট । সেখানে উপস্থিতি ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ডিজাইনার অস্মিতা ঘোষ ও মেকআপ এ দেবরূপ ঘোষের সুন্দর সাবেকিআনা সাজে সেজে উঠেছিল ঐন্দ্রিলা। এছাড়াও সেখানে উপস্থিত ছিল মডেল  প্রিয়া মন্ডল ও বন্নীনি চক্রবর্তী ও ফটোগ্রাফার অভিষেক মুখার্জি ।



জানা যায় পূজা বার্ষিকী তে থাকছে নতুনত্ব চমক যা এখনই প্রকাশ করতে অনিচ্ছুক ম্যাগাজিন কতৃপক্ষ।  তবে তারা প্রত্যেকে খুব আশাবাদী। বাকিটা পাঠকদের বিচার।

বুধবার, ১৫ জুলাই, ২০২০

জুলাই ১৫, ২০২০

আবারও বন্ধের মুখে বেশ কিছু সিরিয়াল তবে আসছে নতুন কিছু

  
লকডাউনের জেরে দীর্ঘ তিনমাস বন্ধ ছিল টলিপাড়া । বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে শ্যুটিং। অনুমতি মিলেছে সিনেমা ও ননফিকশন শো গুলি শুটিং করার। কিন্তু সেই চেনা ছবি আর নেই। একসঙ্গে চা খেতে খেতে আড্ডা, মেকআপ রুমে একসঙ্গে বসে গল্প, খাবার ভাগাভাগি করে খাওয়া সবই এখন বাদ পড়েছে সুরক্ষার খাতিরে। মেকআপ আর্টিস্টরা পিপিই কিট পরে মেকআপ করছেন। সবার মুখে মাস্ক, হাতে গ্লাভস। এছাড়াও শ্যুটিং সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু এত কিছুর পরও কাজে ফিরতে পেরে সকলে খুশি। লকডাউনেই একটি চ্যানেল থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় চারটি চালু ধারাবাহিক। শোনা যায় তারা ‌শুধু ডাবিং করা বা পুরানো ধারাবাহিক দেখিবেন এরপর জল্পনা ওঠে আরও কিছু ধারাবাহিক বন্ধ হতে চলেছে। এই সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক হয় টলিপাড়ার প্রযোজক, পরিচালক, টিভি চ্যানেলের প্রতিনিধিদের সঙ্গে। সেখানেই তিনি  বিভিন্ন সিরিয়ালের সম্পর্কে জানতে চান তেমনই ছাড় দেন শুটিংয়ের কিছু নিয়মেও। কিন্তু এত কিছুর পরও বন্ধ হতে চলেছে বেশ কিছু ধারাবাহিক। সম্প্রতি শেষ হয়েছে নক্সী-কাঁথার শুটিং। 
যদিও সেই স্লটে কি আসছে সেটা এখনো জানানো হয়নি। লকডাউন চলাকালীন বন্ধ হয়ে যায়  সদ্য মুক্তিপ্রাপ্ত ধারাবাহিক বাঘ বন্দী খেলা। 
যদিও বন্ধের সঠিক কারণ জানা যায়নি। নেতাজি এবং ত্রিনয়নীর  শুটিং শেষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই  ধারাবাহিক শেষ দিনের ছবি ও  লাইভ শেয়ার করেন সিরিয়ালের কলাকুশলীরা। 


গল্প শেষ হয়ে গেলে অযথা  তা টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই,  তাই বন্ধ করে দেওয়া হয়েছে দুর্গা দুর্গেশ্বরী ধারাবাহিক। 
তবে দর্শকদের জন্য সুখবর।  শুরুও  হচ্ছে বেশ কিছু সিরিয়াল। দুর্গা দুর্গেশ্বরীর জায়গায় এসেছে নতুন ধারাবাহিক তিতলি। কানে না শুনতে পারা একটা মেয়ের পাইলট হয়ে ওঠার কাহিনী। 
এছাড়াও বাবা লোকনাথের টাইম  স্লটে  এসেছে যমুনা ঢাকি। জি বাংলায় সন্ধ্যে 7:30 হচ্ছে এই সিরিয়াল। এই প্রথম কোন মহিলা ঢাকির লড়াই উঠে এলো সিরিয়ালের পর্দায়।
লকডাউন এর আগেই ঘোষণা করা হয়েছিল ক্ষীরের পুতুলের।
সেই ধারাবাহিকের নতুন প্রোমো দেখানো হচ্ছে ,তবে কবে আসবে তা এখনো জানা যায়নি। এদিকে জি বাংলায় ও স্টার জলসায় শুরু হয়েছে কাদম্বিনী। প্রথম মহিলা ডাক্তারের জীবনী নিয়ে দুই  চ্যানেলেই  এখন আরো জমজমাট লড়াই চলছে ।