aparajita

magazine

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

প্রকৃত নিজের জীবনে আজকের অপরাজিতা হয়ে উঠেছেন মেঘ সায়ন্তনী ঘোষ

   

আপনারা সবাই জানেন যে 1লা  সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে অপরাজিতা ম্যাগাজিন এর ফ্রন্ট পেজ এবং 17 ই সেপ্টেম্বর আসতে চলেছে অপরাজিতা ম্যাগাজিনের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা। অপরাজিতা ম্যাগাজিন মূলত নারী কেন্দ্রিক একটি পত্রিকা। 2020 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এটি প্রকাশিত হয় অফলাইনে। এবারে আসতে চলেছে দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা একই সাথে পূজাবার্ষিকী নিয়ে। তার সাথে সাথে আসছে অপরাজিতা ম্যাগাজিনের নতুন প্রয়াস  আজকের  অপরাজিতা। 


আপনাদের আগেই বলেছি যে এখানে আমাদের মডেলদের দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। কিন্তু এখানে এরকম একজন মানুষকে আমরা দেখতে পাবো যে তার নিজের  জীবনেই আসলে হয়ে উঠেছেন আজকের অপরাজিতা। তিনি হলেন রূপান্তরকামী মেঘ সায়ন্তনী ঘোষ।



অপরাজিতা ম্যাগাজিনে আপনারা জানতে পারবেন  সায়ন্তন ঘোষ এর মেঘ সায়ন্তনী ঘোষ হয়ে ওঠার জীবন কাহিনী।   তিনি হলেন রূপান্তরকামীদের মধ্যে প্রথম আইনজীবী।  আমরা সবাই জানি যে সমাজের চোখে রূপান্তরকামী  যে সব মানুষজন আছেন তারা কিন্তু এখনও সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয়। সেই ক্ষেত্রে মেঘ সায়ন্তনী ঘোষ  রূপান্তরকামী আইনজীবী হওয়ার  জন্য তাকে  অনেক  অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এবং তার পরেও সে সব বাঁধা পেরিয়ে হয়ে উঠেছেন আজকের অপরাজিতা। 
মেঘ সায়ন্তনী ঘোষ এর সম্পর্কে আরো জানতে চাইলে  পড়তে হবে অপরাজিতা ম্যাগাজিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন