aparajita

magazine

বুধবার, ১৫ জুলাই, ২০২০

আবারও বন্ধের মুখে বেশ কিছু সিরিয়াল তবে আসছে নতুন কিছু

  
লকডাউনের জেরে দীর্ঘ তিনমাস বন্ধ ছিল টলিপাড়া । বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে শ্যুটিং। অনুমতি মিলেছে সিনেমা ও ননফিকশন শো গুলি শুটিং করার। কিন্তু সেই চেনা ছবি আর নেই। একসঙ্গে চা খেতে খেতে আড্ডা, মেকআপ রুমে একসঙ্গে বসে গল্প, খাবার ভাগাভাগি করে খাওয়া সবই এখন বাদ পড়েছে সুরক্ষার খাতিরে। মেকআপ আর্টিস্টরা পিপিই কিট পরে মেকআপ করছেন। সবার মুখে মাস্ক, হাতে গ্লাভস। এছাড়াও শ্যুটিং সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু এত কিছুর পরও কাজে ফিরতে পেরে সকলে খুশি। লকডাউনেই একটি চ্যানেল থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় চারটি চালু ধারাবাহিক। শোনা যায় তারা ‌শুধু ডাবিং করা বা পুরানো ধারাবাহিক দেখিবেন এরপর জল্পনা ওঠে আরও কিছু ধারাবাহিক বন্ধ হতে চলেছে। এই সপ্তাহের শুরুতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক হয় টলিপাড়ার প্রযোজক, পরিচালক, টিভি চ্যানেলের প্রতিনিধিদের সঙ্গে। সেখানেই তিনি  বিভিন্ন সিরিয়ালের সম্পর্কে জানতে চান তেমনই ছাড় দেন শুটিংয়ের কিছু নিয়মেও। কিন্তু এত কিছুর পরও বন্ধ হতে চলেছে বেশ কিছু ধারাবাহিক। সম্প্রতি শেষ হয়েছে নক্সী-কাঁথার শুটিং। 
যদিও সেই স্লটে কি আসছে সেটা এখনো জানানো হয়নি। লকডাউন চলাকালীন বন্ধ হয়ে যায়  সদ্য মুক্তিপ্রাপ্ত ধারাবাহিক বাঘ বন্দী খেলা। 
যদিও বন্ধের সঠিক কারণ জানা যায়নি। নেতাজি এবং ত্রিনয়নীর  শুটিং শেষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই  ধারাবাহিক শেষ দিনের ছবি ও  লাইভ শেয়ার করেন সিরিয়ালের কলাকুশলীরা। 


গল্প শেষ হয়ে গেলে অযথা  তা টেনে নিয়ে যাওয়ার কোনো মানে নেই,  তাই বন্ধ করে দেওয়া হয়েছে দুর্গা দুর্গেশ্বরী ধারাবাহিক। 
তবে দর্শকদের জন্য সুখবর।  শুরুও  হচ্ছে বেশ কিছু সিরিয়াল। দুর্গা দুর্গেশ্বরীর জায়গায় এসেছে নতুন ধারাবাহিক তিতলি। কানে না শুনতে পারা একটা মেয়ের পাইলট হয়ে ওঠার কাহিনী। 
এছাড়াও বাবা লোকনাথের টাইম  স্লটে  এসেছে যমুনা ঢাকি। জি বাংলায় সন্ধ্যে 7:30 হচ্ছে এই সিরিয়াল। এই প্রথম কোন মহিলা ঢাকির লড়াই উঠে এলো সিরিয়ালের পর্দায়।
লকডাউন এর আগেই ঘোষণা করা হয়েছিল ক্ষীরের পুতুলের।
সেই ধারাবাহিকের নতুন প্রোমো দেখানো হচ্ছে ,তবে কবে আসবে তা এখনো জানা যায়নি। এদিকে জি বাংলায় ও স্টার জলসায় শুরু হয়েছে কাদম্বিনী। প্রথম মহিলা ডাক্তারের জীবনী নিয়ে দুই  চ্যানেলেই  এখন আরো জমজমাট লড়াই চলছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন