আপনারা সবাই জানেন যে 1লা সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে অপরাজিতা ম্যাগাজিন এর ফ্রন্ট পেজ এবং 17 ই সেপ্টেম্বর আসতে চলেছে অপরাজিতা ম্যাগাজিনের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা। অপরাজিতা ম্যাগাজিন মূলত নারী কেন্দ্রিক একটি পত্রিকা। 2020 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এটি প্রকাশিত হয় অফলাইনে। এবারে আসতে চলেছে দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা একইসাথে পূজাবার্ষিকী নিয়ে। তার সাথে সাথে আসছে অপরাজিতা ম্যাগাজিনের নতুন প্রয়াস আজকের অপরাজিতা।
আপনাদের আগেই বলেছি যে এখানে আমাদের মডেলদের দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। যার মধ্যে অন্যতম একটি মুখ্য চরিত্র ধর্ষিতা মেয়ে। এই চরিত্রটি করছে নবনীতা পন্ডিত। অপরাজিতা ম্যাগাজিনে আমরা তাকে দেখতে পাবো ধর্ষিতা মেয়ের চরিত্রে।
কিন্তু সে তার আসল জীবনে কেমন ? জেনে নেবো নবনীতার কাছ থেকে। নবনীতা বলল -আমি প্রথম বর্ষের ছাত্রী। আমার স্বপ্ন হলো অভিনয় করা এবং আস্তে আস্তে সেই স্বপ্নের দিকে এগোচ্ছি। এছাড়া আমি ডান্স করতে খুব ভালোবাসি।
খুব একটা ফুডী নই আমি। তবে ফ্রাইড রাইস ও চিলি চিকেন খেতে বেশি পছন্দ করি। নবনীতা সমাজের উদ্দেশ্যে জানালো
যে, আমাদের সমাজে ধর্ষণ তখনই কমবে যখন আমরা নিজেদের দৃষ্টি ভঙ্গিকে বদলাবো। ঠিকই তো, আমরাও এই কথাটা স্বীকার করি , যে সবার আগে আমাদের নিজেদের দৃষ্টি ভঙ্গিকে বদলাতে হবে। আজকের অপরাজিতা সম্পর্কে আরো জানতে হলে পড়তে হবে অপরাজিতা ম্যাগাজিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন