চলতি বছরের শুরুতে প্রকাশিত হয়েছিল অপরাজিতা ম্যাগাজিন। সমাজের পিছিয়েপড়া নারীদের উৎসাহ জোগাতে এগিয়ে এসেছিল অপরাজিতা ম্যাগাজিন । যেখানে প্রায় সব ম্যাগাজিন সেলিব্রেটি কভারে ব্যস্ত, সেখানে অপরাজিতা তারকাদের পাশাপাশি খুঁজে চলেছে সমাজে আসল অপরাজিতা নারী দের। এছাড়াও এই ম্যাগাজিনে নতুন প্রজন্মের লেখক, লেখিকা, চিত্র শিল্পী দের তুলে ধরা হয়। আর তারকাদের ও খেলার দুনিয়ার কিছু চেনা জীবনে অজানা গল্পের সম্ভার এই ম্যাগাজিন।
মূলত ২০১৯ সালে এপ্রিলে এই ম্যাগাজিন অনলাইন এ প্রথম প্রকাশ পায়। তারপর এই পথচলা আর থামেনি।
বর্তমান পরিস্থিতির শিকার হয়ে এই ত্রৈমাসিক ম্যাগাজিনের দ্বিতীয় ও তৃতীয় ভাগ প্রকাশিত হতে বাধাপ্রাপ্ত হয়েছে। পাঠকরা যাতে কোনো ভাবেই বঞ্চিত না হয় তাই এবার সব প্রতিকূলতা পেরিয়ে দ্বিতীয় ও তৃতীয় ভাগ একত্রে আসছে পূজা বার্ষিকী সংখ্যায়।
গত রবিবার বাঘাযতীন এলাকার একটা স্টুডিও তে সমস্ত সচেতনতার মধ্য দিয়ে হয়ে গেল অপরাজিতা ম্যাগাজিনের ফটোশুট । সেখানে উপস্থিতি ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ডিজাইনার অস্মিতা ঘোষ ও মেকআপ এ দেবরূপ ঘোষের সুন্দর সাবেকিআনা সাজে সেজে উঠেছিল ঐন্দ্রিলা। এছাড়াও সেখানে উপস্থিত ছিল মডেল প্রিয়া মন্ডল ও বন্নীনি চক্রবর্তী ও ফটোগ্রাফার অভিষেক মুখার্জি ।
জানা যায় পূজা বার্ষিকী তে থাকছে নতুনত্ব চমক যা এখনই প্রকাশ করতে অনিচ্ছুক ম্যাগাজিন কতৃপক্ষ। তবে তারা প্রত্যেকে খুব আশাবাদী। বাকিটা পাঠকদের বিচার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন