আমরা সবাই দেবশ্রী ভট্টাচার্য কে এক নামে চিনি , তিনি একজন অভিনেত্রী শুধু নয় , একাধারে যেমন তৃণমূল নেত্রী তেমনি রাজ্যের মানবাধিকার কমিশনের মহিলা দপ্তরের প্রেসিডেন্ট । অভিনয় জীবনের সাথে রাজনীতি জীবন দুটোকেই সমান তালে এগিয়ে নিয়ে চলেছে।
যদি এক কথায় বিশ্লেষণ করা হয় , তিনি হলেন বাংলার অগ্নিকন্যা। এক হাতে দেবী দূর্গার মতো তিনি দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করে চলেছে। করোনার মতো কোনো মহামারী হোক কিংবা আমফান র মতো কোনো তুফান ; সব কিছুকে উপেক্ষা করে " আমি তোমাদের পাশে আছি " এই স্লোগান দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর অনুপ্রেরণা নিয়ে তিনি সকল মানুষের সেবা করে চলেছেন।
তিনি বলেন আমাকে যে যাই হুমকি দিক আমি লরবই , মানুষের পাশে থাকা আমার কাম্য।।
ইতিমধ্যে তার নুতুন মুভির শুটিং অবধি চলছে। তার সাথে সাথে পরিবারকে সময় দেওয়া ; সত্যি ওনার পক্ষেই সম্ভব।
তিনি সরাসরি পায়েল সরকারের লেখায় " বাস্তব " উপন্যাস টি নিয়ে বলেন খুব আকর্ষণীয় থিম নিয়ে লেখা এই উপন্যাসটি।
আমাদের সবার পক্ষ থেকে দেবশ্রী ভট্টাচার্য র জন্য রইল অনেক অভিনন্দন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন