aparajita

magazine

রবিবার, ১২ জুলাই, ২০২০

শীঘ্রই মুক্তি পাচ্ছে শঙ্খদীপ চক্রবর্তীর স্বল্পদৈর্ঘ্যের ছবি "বিবর্ণ"।

    বর্তমান পৃথিবীতে আজ এক দুঃসময়ের চিত্র উঠে এসেছে, অসহায় হয়ে পড়েছে আমাদের প্রযুক্তি,  ভেঙ্গে পড়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামো। অসহায় আজ মানুষের সৃষ্টিশীলতা। কিন্তু সৃষ্টি সৃজনে মানুষ পিছিয়ে থাকতে পারে না। শিল্পসত্তার আস্ফালন ফুটে ওঠে কোনো না কোনো সৃষ্টিশীলতার মাধ্যমে। আমাদের স্বল্প দৈর্ঘ্যের  চলচ্চিত্র বিবর্ণ সেই  নবকলবরের কথাই বলে।
ভালোবাসার কোনো রূপ হয় না, কাল পেরিয়ে সে অনন্ত, উদ্দেশ্যহীন নিঃস্বার্থ মন দেওয়াকেই প্রকৃত প্রেম বলে হয়তো।  অর্থ, বর্ণ, জাতি কোনো কিছুই ভালোবাসার সামনে অদ্বিতীয় হয়ে উঠতে পারে না।
শঙ্খদ্বীপ চক্রবর্তী তার ছোটছবি 'বিবর্ণ' তে এমনি এক ত্রিকোণ ভালোবাসা এবং ভালো লাগার সাথে দর্শক দের পরিচয় করিয়েছেন। 

এর আগেও তিনি ' তুমি রবে নীরবে' ছবিটিতে অপূর্ণ ভালোবাসার এক ইতিকথার কাহিনী তুলে ধরেছেন। কিন্তু এই ছবি তে তিনি এক নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ  দিয়ে গেছেন। এখানে তার দুটি নায়ক আর একটি নায়িকা। প্রথম নায়ক খুবই  সহজ সরল এবং  লাজুক প্রকৃতির। তার নাম অমল।
  দ্বিতীয় নায়ক  হিন্দিভাষী এবং সুঠাম চেহারা। তার নাম রিকি এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক প্রায় নির্ধারিত হয়েই রয়েছে। এমন এক সময় পাড়ার কিছু শাসক গোষ্ঠীর প্রিয় এবং  কোষামোদকারী ছেলেদের  চোখ পড়ে সৌমিতার ওপর। দিনের পর দিন চলে কটু কথা এবং চোখ রাঙানির গুরু ভাষণ।  সৌমিতা প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে তার হবু স্বামী রিকিও। কিন্তু কোন লাভ হয় না। উপরন্তু সৌমিতার ওপর অ্যাসিড হামলা হয়,  পুড়ে যায় তার সম্পূর্ণ মুখ।

 অনিশ্চিত ভবিষ্যতের দিকে অজান্তেই এগিয়ে যায় সে। তার হাত ছেড়ে দেয় তার প্রথম প্রেম রিকি। সমাজ করে দেয় এক ঘরে। ভয়ে লজ্জায় দুঃখে সে ক্রমে অসহায়ত্বের মধ্যে ডুবে যায়। কিন্তু এখানেই গল্পের শুরু, হয়তো নতুন কোন অধ্যায়ের আগমন। এগিয়ে আসে অমল সেই লাজুক ছেলেটি। সে হাত ধরে আপন করে নেয় সৌমিতাকে।

  ভরসা দেয় সারা জীবন পাশে থাকার, দায়িত্ব নেবার। প্রতিশ্রুতি দেয় নিঃস্বার্থ ভালোবাসার। হেরে যায় পূর্ব প্রেমের মিথ্যে প্রতিশ্রুতি। জিতে যায় আপষহীন ,অলংকার হীন, বিবর্ণ ভালবাসা।


1 টি মন্তব্য:

  1. Khub sundor ekta story ei story ta amadar sundor ekta massage ditey choleche haa ami abong amraa ei sundor movie tar jonno opekhai roilam ❤️💝

    উত্তরমুছুন