২রা জুলাই রিলিজ হয়েছিল বহু অপেক্ষারত উপন্যাস বাস্তব - wanted reality ২০২০ , যেটির কলম ধরেছেন টলি অভিনেত্রী পায়েল সরকার , কিন্তু যেটি বলার বিষয় উনি সোনার বাংলা চ্যানেলের তরফ থেকে ২০২০ সালের বাংলার সেরা নারী পদে ভূষিত হন।
একটি নারী হতে লাগে যে যে গুন গুলি থাকা দরকার যেমন উনি যেমন একজন ভালো মানুষ , অভিনেত্রী , নৃত্যশিল্পী , সোশ্যাল ওয়ার্কার এবং তার উপর লেখিকা।
তাই তার প্রাপ্য সম্মান তার হাতে তুলে দেওয়া হলো।
অপরাজিতা ম্যাগাজিনের তরফ থেকে পায়েল সরকারের জন্য রইল অভিনন্দন ভালোবাসা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন