aparajita

magazine

সোমবার, ২২ জুন, ২০২০

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বাস্তবের কভার ফটো


রিলিজ হয়ে গেল টলি অভিনেত্রী পায়েল সরকারের উপন্যাস বাস্তবের কভার ফটো। রিলিজ হবার কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হলো বাস্তবের কভার ফটো। 
স্নেহাসিস দাসের রং তুলির ছোঁয়ায় এবং সোহম রয়ের অসাধারন ডিজাইন মানুষের মন কেড়ে নিয়েছে। 
কিছু কিছু মানুষ তো বাস্তবের ব্যাক কভারে ইমোশনাল হয়ে গেছে। এক অসাধারণ ট্যাগ লাইন " এক নারী পুড়ে হয় আর এক নারীর সৃষ্টি " । 

মানতেই হবে এই মাসে এক অসাধারণ উপন্যাসের মুখোমুখি হতে চলেছে ভারতবর্ষের মানুষ। 
শুধু কিন্তু আমাদের রাজ্য নয় , পুরো ভারতবর্ষের মানুষ এই বইটি সংগ্রহ করতে পারবে। যাদের বুক স্টল থেকে সংগ্রহ করতে অসুবিধা হবে তারা অনলাইনে বুকিং করতে পারবে। রিলিজ হবার দুদিন আগে থেকে প্রি বুকিং শুরু হবে। 
Amazon.com এবং boichoi.com থেকে বুক টি সংগ্রহ করতে পারবে। মাত্র ৮৫ টাকার এই বুকটি সকল মানুষকে পিছিয়ে পড়া মিথ্যার রসাতল থেকে বার করে এনে প্রকাশ ঘটাবে জন্ম মৃত্যুর এক অসীম মায়াজাল চক্রের মাধ্যমে। 
কো পার্টনার এ রয়েছে নিউজ পিডিয়া এবং সহযোগী পার্টনার এ রয়েছে অবক্ত্য র কর্তা এবং ডিরেক্টর সঞ্জু কায়াল। নিউজ পিডিয়া এবং সঞ্জু কায়ালের অসাধারণ তত্ত্বাবধানে এটি রিলিজ হবে। 
আকাশ পোয়েটের পেজ মেকিং যেন বইয়ের একটা অন্যতম রূপ নিয়েছে। 
অপরাজিতা ম্যাগাজিনের তরফ থেকে পায়েল সরকারের জন্য রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন