aparajita

magazine

সোমবার, ১ জুন, ২০২০

মানুষের খুব কাছেই বাস্তব - Wanted reality


মানুষের খুব কাছেই বাস্তব - wanted reality 
মৃত্যুর পরে জীবনকে নুতুন ভাবে জানতে , চিনতে বাস্তবের প্রয়াস । তবে এক কথায় বলতে গেলে মৃত্যর পরে জীবনকে নুতুন ভাবে চেনার উপায় ঘটবে বাস্তবের হাত ধরেই।  অভিনেত্রী পায়েল সরকার কে এইবার আমরা দেখতে পাবো আর একটি রূপে। উপন্যাসের মাধ্যমে বাস্তবের প্রেক্ষাপট কে সব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান উনি। আমাদের সমাজে সকল মানুষ কম বেশি শিক্ষয়িত হলেও বাস্তবের গোড়ার শিক্ষা থেকে সবাই পিছিয়ে । সেই পিছিয়ে পড়া শিক্ষার উদ্বোধন ঘটবে এই উপন্যাসের মাধ্যমে। 

"দি কোরাল " পাবলিকেশনের সহযোগিতায় এই বইটি পাবলিশ হতে চলেছে। 
রাজদীপ ঘোষালের তত্ত্বাবধানে ইতিমধ্যে পোস্টার সোশ্যাল মিডিয়ায় হিট। 
বাংলা লেখায় অভাবনীয় ভাবে লেখাকে ফুটিয়ে তুলেছেন আকাশ পোয়েট । 
শ্রীজীব দাসের তত্ত্বাবধানে ফুটে উঠছে এই বইয়ের পেজ ডিজাইন এবং মেকিং ।
সুতরাং বলা যেতেই পারে, সব কিছু ঠিকঠাক থাকলে আর ঠিক এক মাসের মধ্যে আমরা বইটি সংগ্রহ করতে পারবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন