aparajita

magazine

সোমবার, ১ জুন, ২০২০

আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ "সিন" এই ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার বেশ কিছুদিনের মধ্যেই খুব ভালো ফিডব্যাক পেয়েছে দর্শকমহল থেকে



আপনারা সবাই জানেন বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে অরুণাভ খাসনবিশ পরিচালিত, আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ *"সিন"* ।


 এই ওয়েব সিরিজটি   মুক্তি পাওয়ার বেশ কিছুদিনের মধ্যেই খুব ভালো ফিডব্যাক পেয়েছে দর্শকমহল থেকে। সিরিজের গল্প মূলত অন্ধকার জগতের একটা দিক তুলে ধরতে চেয়েছে দর্শকদের সামনে। যেখানে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার অপরাধ জগতের জট ছাড়িয়ে চলেছে এবং অন্যদিকে মূল দুটো চরিত্র সেই  জটে জড়িয়ে পড়তে থাকছে। তারা সেই জট থেকে বেরোতে পারবে কিনা সেই নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিরিজ *"সিন"*।আজ আমাদের সঙ্গে আছেন এই সিরিজের অন্যতম প্রধান চরিত্র *লক্ষ্য* ।

 একি রকম ভূমিকায় অভিনয় করতে দেখছে দর্শক *লক্ষ্য পাঞ্জাবি* কে, সেটাই জানব তার কাছ থেকে, সঙ্গে অপরাজিতা ম্যাগাজিনের প্রতিনিধি রিক্তা  বিশ্বাস। লক্ষ্য তার চরিত্র অবলম্বনে জানালেন এখানে তার চরিত্রের নাম *ফ্যাজান* । 24  বছরের একটি ছেলে। যার অনেক ইচ্ছা আছে জীবনে এক্সপ্লোর করার। আর এই এক্সপ্লোর করতে গিয়ে, সে একদিন  ফাঁদে জড়িয়ে পড়ে। এবং এই পুরো সিরিজে আমার জার্নি হচ্ছে একটা ছেলে থেকে পুরুষ হয়ে ওঠার। এটাই  ফ্যাজানের চরিত্র *সিন* সিরিজে  বললেন তিনি। 

 সবশেষে *লক্ষ্য* বললেন ওয়েব সিরিজটি যারা এখনো যারা দেখেন নি তারা যেন অবশ্যই দেখেন। কারণ স্ট্রিমিং পাওয়ার পর থেকেই সবাই খুব পছন্দ করছে, এবং ভালো ফিডব্যাক ও আসছে দর্শক মহল থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন