aparajita

magazine

মঙ্গলবার, ২ জুন, ২০২০

সিন ওয়েব সিরিজের অন্যতম চরিত্র ইকবাল সুলতান


আপনার সবাই জানেন যে অরুনাভ  খাসনবিশ পরিচালিত আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ “সিন” ,  মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। “ সিন" এর গল্প মূলত ক্রাইম তদন্ত কেন্দ্র করে তৈরি হয়েছে। 

যেখানে সমাজের অন্ধকারের একটা দিক তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ফ্যান্টাসির একটা দিক  দেখানো হয়েছে। আজ আমাদের সাথে রয়েছেন এই ওয়েব সিরিজের অন্যতম চরিত্র ইকবাল সুলতান । তাঁর কাছ থেকে জানবো এই সিরিজে কিরকম ভূমিকায় দেখছে দর্শক তাঁকে। ইকবাল সুলতান জানালেন "সিন" সিরিজে তার চরিত্রের নাম হায়দার। 

হায়দার হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একটি লোক। যে তার বউকে খুব ভয় করে চলে এবং তার সাথে সাথে সে তার স্ত্রী ও মেয়ে দু’জনকেই খুব ভালবাসেন। তিনি মূলত বইপ্রেমী, মানে বই পড়তে ভীষণ ভালোবাসেন। এরকম একটি চরিত্রে তাকে দেখতে পাচ্ছে দর্শক এই ওয়েব সিরিজে। সবশেষে তিনি দর্শকদের উদ্দেশ্যে বললেন এখনও যদি কেউ "সিন" ওয়েব সিরিজটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন