দায়বদ্ধতা বজায় রাখতে একাই অভুক্ত মানুষের মুখে খাবার তুললেন পায়েল সরকার
----------------------------------------
কখনো অভিনেত্রী , কখনো নৃত্য শিল্পী আবার কখনো বা লেখিকা কিন্তু এতকিছু গুণের বশবর্তী হয়ে একজন সোশ্যাল ওয়ার্কার কিভাবে নিজের প্রতিশ্রুতি বজায় রেখে এই কঠিন মহামারীর মধ্যে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে সেই সব অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দিলেন সেটাই দেখার।
আমরা প্রায়ই দেখি , ডাল ভাত অথবা খিচুড়ি এই খাবার গুলোই দেওয়া হয় কিন্তু তাদেরও যে চাউমিন , পিজ্জা এসব খাবার অধিকার আছে সেটা একমাত্র পায়েলের পক্ষেই ভাবা সম্ভব। আমাদের সব মানুষই ওদেরকে ভিখারি বলে সম্মধন করে কিন্তু ওরাও চায় আমাদের মতো পাঁচতারা হোটেলে বসে আয়েশ করে খেতে তাই তাদের মনের সুপ্ত আশা আকাঙ্খা কে মর্যাদা দিতে পায়েল রান্না করলো একটি অন্যতম কমন রেসিপি কিন্তু এটি অন্যতমা রেসিপি কারণ রেসিপি র নাম "মৌ স্পেশাল ম্যাগি " যেটি পায়েল একদম নানা ভেজিটেবলস র সাথে অন্যভাবেই রান্না করে।
এটি রান্না করার সময় পায়েলকে নানা জায়গা থেকে নানা ভাবে অসহায়তার সম্মুখীন হতে হয় । অনেকে ব্যাঙ্গ করে বলে " ওরা এসব খাবার খাবে না " কিন্তু পায়েল নিজের জেদ কে বজায় রেখে নিজের মনের কথা শুনে একাই মা অন্নপূর্ণা র মতো রান্না করে খাওয়ালেন এবং এটাই বলা বাহুল্য সব্বাই তারিফ করলো পায়েলের।
সত্যি এটাই বাস্তব।
বাড়ি ফিরবার পথে সোদপুর সাই বাবা মন্দিরে গিয়ে বাবার কাছে সকল রাজ্যবাসীর উদ্যেশ্যে পূজো দিলেন। এটাই তার প্রার্থনা " কাউকে অভুক্ত রেখো না বাবা "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন