লকডাউন উঠতে চলেছে, শুরু হচ্ছে আনলক। আঁধার কেটে সকাল হচ্ছে সমস্ত শহরে, কিন্তু এই সকাল নতুন আলোয় মোড়া, একটু অন্যরকম। পুরনো দিনে ফিরে যেতে ইচ্ছে হলেও আমরা জানি লকডাউনের পর সমস্ত দিন কাটবে অন্যরকমভাবে। কিন্তু সবারই তো ইচ্ছে করে সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে, বিশেষ করে লকডাউনে যখন সবাই ঘরে বন্দী তখন সেই ইচ্ছেগুলোই আরও প্রবল হয়ে ওঠে। এরকম কিছু ছোট ছোট ইচ্ছের গল্প নিয়ে ইতিমধ্যেই মুক্তি পেলো স্বল্প দৈর্ঘ্যের ছবি "উঠবে আবার সকাল"।
এই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিকি তেওয়ারি এবং সুরভী সান্যাল, পরিচালনায় সায়ন্তন মণ্ডল এবং প্রিয়া লাহা। ছবিতে ব্যবহৃত গান "উঠবে আবার সকাল"-এ কথা এবং সুর দিয়েছে সায়ন্তন নিজেই। ছবির গল্প নিয়ে বলতে গেলে যে সমস্যাটার মোটামুটি অনেক প্রেমিক যুগলই বেশী করে সম্মুখীন হয়েছে সেই নিয়েই, হ্যাঁ লকডাউনে অনেকদিন দেখা না হয়ে দেখার করার যে প্রবল ইচ্ছে তাই নিয়েই এবং শেষ পর্যন্ত তার পরিণামও ব্যাখ্যা করা হয়েছে এই ছবিতে। সম্পূর্ণ ছবিটি দেখতে এখনই একবার ঘুরে আসুন "ওকে মিউজিক"-এর ইউটিউব চ্যানেলে, আর দেখে নিন এই লকডাউনে স্যুট করা একটি দুর্দান্ত স্বল্প দৈর্ঘ্যের ছবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন