aparajita

magazine

বুধবার, ৩ জুন, ২০২০

জীবন মৃত্যুর মায়াজালে জড়িয়ে পড়েছেন পায়েল সরকার - পারবেন কি নিজেকে মুক্ত করতে ?



জীবন মৃত্যুর মায়াজালে জড়িয়ে পড়েছেন পায়েল সরকার। বেশ তো নিজেকে অভিনেত্রী , নৃত্যশিল্পী এবং সোশ্যাল ওয়ার্কার র মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। তাহলে হঠাৎ আত্মা নিয়ে এত গবেষণা করতে কেন বসলেন ?? 
কি ভয় লাগছে ?? গায়ের লোম খাঁড়া হয়ে যাচ্ছে ?? 
" বাস্তব -wanted reality " থাকতে ভয় কিসের ?? আর কয়েক দিনের মধ্যেই রিলিজ হতে চলেছে পায়েল সরকারের লেখায় চোখ ধাধানো উপন্যাস " বাস্তব - wanted reality 2020 ".
মৃত্যু যেখানে গিয়ে মানুষের শরীর কে টেনে নিচ্ছে সেখান দিয়ে পায়েল সরকার শুরু করছে নুতুন জীবন। 
আট থেকে আশি সবার পড়ার মতো একটি উপন্যাস ।
দৃষ্টিকোণ ফিল্ম এন্ড এন্টারটেইনমেন্ট র সহযোগিতায় এটি রিলিজ হবে। 
আকাশ পোয়েটের অসাধারণ পেজ মেকিং এ ফুটে উঠছে উপন্যাসের রসময় চিত্য ।
স্নেহাসিস দাসের রঙ তুলির ক্যানভাসে ফুটে উঠছে বাস্তবের বাস্তবিয় রূপ। 
আর রাজদীপ ঘোষালের হাতের জাদুর পোস্টার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তে ভাইরাল। 
মাত্র ৮৫ টাকার এই উপন্যাসে রয়েছে জীবন মৃত্যুর এক অলিম্পিক দৌড় যেখানে আমরা মানুষরা প্রতিনিয়তই ছুটে চলেছি। 
তাহলে জুন মাসে আমরা পেতে চলেছি পায়েল সরকারের এক লেখকীয় রূপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন