aparajita

magazine

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

ভারতের জনপ্রিয় ওয়েব অ্যাপ এর মধ্যে অন্যতম হচ্ছে ‘আড্ডাটাইমস’


ভারতের জনপ্রিয় ওয়েব  অ্যাপ এর মধ্যে অন্যতম হচ্ছে ‘আড্ডাটাইমস’। বাংলা ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম ও বাংলা বিনোদনমূলক ওয়েব চ্যানেলগুলির মধ্যে একটি, যেখানে দর্শকেরা রোমান্স, থ্রিলার, গোয়েন্দা, কমেডি থেকে শুরু করে বিভিন্ন ঘরানার বাংলা ও হিন্দি ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মগুলি উপভোগ করে এসেছেন।     

   এবার এই অ্যাপের কার্যক্রম শুরু হলো বাংলাদেশে। 
এখন থেকে ভারতের পাশাপাশি বাংলাদেশের দর্শকরা নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি’র মাধ্যমে ‘আড্ডাটাইমস’-এর সব সিরিজ উপভোগ করতে পারবেন । বাংলাদেশ হল এমন একটি দেশ যেখানে প্রায় সব মানুষই বাংলা ভাষা বোঝেন। তাই আশা করা যায় বাংলাদেশবাসী দর্শকের কাছে আড্ডাটাইমস জনপ্রিয় হয়ে উঠবে। এই কর্মকাণ্ডে আড্ডাটাইমসের সহযোগী সংস্থা হল Allianz Holdings.. আড্ডাটাইমস্ মিডিয়া প্রাইভেট লিমিটেড  এর কর্ণধারদ্বয় শ্রী রাজীব মেহেরা ও শ্রী নিশপাল সিং রানে Allianz International Holdings Ltd  এর সাথে তাদের চুক্তির কথা ঘোষণা করেন। জানা যায়, ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে অগ্রণী হোল্ডিংস এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মটিকে টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান, ওএমই- সেট-টপ বক্স এবং টিভি সেটসহ বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশে এই ব্যবসায়ের প্রসার ঘটবে। ভিন্নপ্রকারের পরিবেশনার প্রাথমিক চিন্তাভাবনা, তার ওপরে কাজ করা এবং সর্বশেষে  তা উপস্থাপন  করার ব্যাপারে Allianz এর সাথে  ইনসমনিয়া মিডিয়া সার্ভিসেস এলএলপির একটি  কৌশলগত চুক্তি করা হয়েছে।

ইনসমনিয়ার অন্যতম কর্ণধার  জুহি পারেখ মেহেতা জানান, "আড্ডাটাইমস্ এর বাংলাদেশে পদার্পণের ব্যাপারে আমরা যথেষ্ট উৎসাহী।আকর্ষণীয় নিত্য নতুন গল্প ও বিশ্বমানের পরিষেবার গুনমান ও পরিবর্তনশীল দর্শকের জন্য ইনসমনিয়া সদা প্রস্তুত।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন