aparajita

magazine

শুক্রবার, ১৯ জুন, ২০২০

"মৃণাল ব্যানার্জি পরিচালিত ছোট ছবি মুক্তি -র অন্যতম মুখ্য চরিত্র সুমা দে"




লকডাউনে  বন্দি  সবাই ।এই বন্দিদশা থেকে আমরা মুক্তি পাবোই একদিন। এই বিশ্বাস নিয়ে পরিচালক মৃণাল ব্যানার্জি তৈরি করে ফেললেন নতুন ছোটো ছবি *"মুক্তি"* ।এই ছবিতে  *মৃণাল* *ব্যানার্জি* দর্শকদের বোঝাতে চাইলেন যে, এই লকডাউন এ কেউ যেন কোন পরিস্থিতিতে ভেঙে না পড়ে । কারণ একদিন আবার সব ঠিক হয়ে যাবে এবং আমরা সবাই ঠিক একদিন এই বন্দিদশা থেকে মুক্তি পাব। সেই  গল্প নিয়েই,  *মৃণাল ব্যানার্জি* পরিচালিত ও *সাহারা*একাডেমি-র  প্রযোজনায় তৈরি ছোট ছবি "মুক্তি"* । বেশ কিছুদিন আগে স্ট্রিমিং পেয়েছে *"মুক্তি"* এবং এরই কিছুদিনের মধ্যে বেশ ভালো জায়গা করে নিয়েছে ছবিটি দর্শকমহলে।  আজ আমাদের সাথে আছেন *"মুক্তি"* ছবির মুখ্য চরিত্র দের মধ্যে অন্যতম চরিত্র *সুমা দে* ।


 তাঁর সাথে কথা বলে জানা যায়, সবাই সবার বাড়িতে বসেই করেছেন *"মুক্তি"* ছবির শুটিং। প্রোডাকশন থেকে বাড়িতে ক্যামেরা পাঠানো হয়েছিল এবং দূরত্ব মেনেই করা হয়েছিল  ছোট ছবি   *মুক্তি* -র শুটিং। 


*সুমা দে* *"মুক্তি"* ছবিতে তাঁর চরিত্র অবলম্বনে জানালেন, শিশু চরিত্র *অবন্তিকা* -র মায়ের ভূমিকায় তাঁকে দেখছে দর্শক। একজন মা কিভাবে তার মেয়ে কে বোঝাচ্ছে লকডাউন এর ব্যাপারে এবং তাকে  বোঝাচ্ছেন যে, ঠিকই আমরা একদিন আবার সবাই মুক্তি পাব এই বন্দিদশা থেকে। এরকমই একজন মা-এর চরিত্রে অভিনয় করছেন *সুমা দে* । তি

দর্শকদের উদ্দেশ্যে বললেন সবাই যেন সময় করে দেখে ছবিটি। আশা করি সকলের ভাল লাগবে ।আর হ্যাঁ,  মুক্তি আমরা অবশ্যই পাবো- এই আশা নিয়েই সবাই যেন দেখে *"মুক্তি"* ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন