aparajita

magazine

শনিবার, ১৩ জুন, ২০২০

মুক্তি'র হাত ধরে অবন্তিকার প্রথম আত্মপ্রকাশ


একাধারে ছোট ছবির দর্শক যেমন বাড়ছে, পাশাপাশি বাড়ছে দর্শকের চাহিদা। তার উপর করোনা আবহের মধ্যে বেশ কয়েক মাস গৃহবন্দি অবস্থায় মানুষ তার স্বতন্ত্র কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে এই প্রেক্ষিতে চিত্রপরিচালক মৃণাল কান্তি ব্যানার্জি নির্মাণ করেছেন একটি শর্ট ফিল্ম "মুক্তি" । এখানে মুক্তি মানে করোনা থেকে মুক্তি নয়। পরিচালক এখানে মানুষের বন্দিদশা থেকে প্রতিটি মানুষের অভ্যন্তরীণ সত্ত্বাকে বের করে এনে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন।

 এই শর্ট ফিল্ম টির মুখ্য চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অবন্তিকা পান । তার সাথে কথা বলে জানা গিয়েছে এটি তার প্রথম কাজ। ছবিতে অবন্তিকার চরিত্রের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয়েছে বর্তমান সময়ের মানুষের বন্দিদশা। মাত্র চৌদ্দ বছর বয়সে অবন্তিকার সুন্দর ও সাবলীল অভিনয়ের মানুষকে মুগ্ধ করে।

 এছাড়াও এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন যাত্রা জগতের ত্রিদিব ঘোষ, ওম প্রকাশ লাঢা মুম্বাই, নবাগত মিতালী, বনি, সায়নী, ও অয়ন এবং বিশেষ চরিত্রে রয়েছেন সুরোজিত ও আব্দুল্লাহ মারুফ। সাহারা একাডেমী ও সুন্দরবন আল হিকমা ট্রাস্ট প্রযোজিত।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন