প্রশ্ন: হঠাৎ অভিনয় করার ইচ্ছা কেন?
উত্তর: অভিনয় পেশাটি আমার কাছে বরাবরই শ্রেষ্ঠত্বের আসনে থেকেছে। অভিনয় নিয়ে ভাবি, অভিনয় দেখি এবং নিজের অভিনয়কে আরও পারফেকশানে নিয়ে যেতে চাই। তাই হঠাৎ করে নয়, অভিনয় জগতে নিজের পরিচয় রেখে যাব বলেই অভিনয় জগতে আসা।
প্রশ্ন: মিতালীর সাথে বিথীর কী কোন মিল আছে?
উত্তর: অবশ্যই আছে। শঙ্খ দা আমায় যেদিন প্রথম স্ক্রিপ্ট শোনান, আমি নিজেকে বিথীর সাথে একাত্ম করে তুলতে পারি। বিথীর ভালোবাসার ব্যথা আমার জীবনের গল্পের সাথে কোথাও একটা মিলে যায়।
প্রশ্ন: কী মনে হয়, দর্শকদের মনে বিথী জায়গা করে তুলতে পারবে?
উত্তর: দেখুন বিথী শুধুমাত্র একটি চরিত্র নয়, বিথী হল একটি স্বপ্নের নাম। একটা ভালোবাসার রূপকথা। প্রত্যেকটা মানুষ বিথীর মতো ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়। দর্শকরা অবশ্যই এই চরিত্রটাকে গ্রহণ করবে।
প্রশ্ন: ইউনিটের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন?
উত্তর: শঙ্খ দার ইউনিট অবশ্যই ইউনাইটেড, প্রত্যেকে এখানে একে অপরের পরিপূরক। ফ্রিভাবে এক্টিং করা যায়। তবে বিশ্বলাল দা আর চন্দন দার কথা আলাদা করে বলবো, বিশ্বলাল নিজের হাতে আমায় এক্টিং শিখিয়েছেন, চন্দনদাও অন্যান্য অনেক ক্ষেত্রে আমায় হেল্প করেছে। এছাড়া পূর্বাদ্রীদা, প্রতীকদা, প্রিয়াংসুদা, কৌশিকদা এঁরা সবাই খুব হেল্পফুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন