এছাড়াও এই সিরিজে আরও একটি দিক তুলে ধরা হয়েছে সেটি হল মানুষের ফ্যান্টাসির জগৎ যেটি অত্যন্ত বর্ণময় বিশেষ করে প্রাপ্তবয়স্কদের সেক্সুয়াল ফ্যান্টাসি খুবই বিচিত্র হয়ে থাকে। গল্পের দুই মুখ্য চরিত্র কৌতুহলবশত হয়ে জড়িয়ে যায় সেই ফ্যান্টাসিতে, তারফলে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি এসে দাঁড়ায় তা এই সিরিজ দেখলে জানা যাবে। এই সিরিজের মুখ্য চরিত্র শ্বেতা মিশ্র টেলিভিশনের পরিচিত মুখ ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিতে পেরেছেন। ওয়েব সিরিজে এটা তাঁর প্রথম কাজ ।
শ্বেতার সাথে কথা বলে জানা গিয়েছে তাঁর চরিত্রের নাম পারভিন, খোলা মনের, প্রাণবন্ত একটি মেয়ে। প্রথম দিন চিত্রনাট্য শুনেই চরিত্র টি তাঁর ভালো লেগেছিল। এই রকম চরিত্র সে আগে কখনো করেনি।শ্বেতার কাছে চরিত্রটি ছিল বেশ চ্যালেঞ্জিং। জানা যায় এই চরিত্র টির জন্য তাকে ওয়ার্কশপ ও করতে হয়। অভিনেত্রী শ্বেতা মিশ্র তাঁর পরিচালক অরুনাভ খাসনবীশ এবং "সিন" এর ইউনিটের সকলের সাথে কাজ করে ভীষন খুশি। তাঁর মতে এই রকম খোলামেলা ও থ্রিলার গল্পের উপর কাজ খুবই কম হয়েছে। যেখানে অন্ধকার জগৎ সম্পর্কে কিছু টা হলেও মানুষ কে জানানোর চেষ্টা করা হয়েছে পাশাপাশি সমাজেও পৌঁছাবে বিশেষ বার্তা। শ্বেতা মিশ্র ছাড়াও এই সিরিজে রয়েছে আরিয়ান ডি রায়, লক্ষ্য পঞ্জাবি -সহ অন্যরা। আজ থেকে ‘আড্ডাটাইমস’- অ্যাপে দেখা যাবে এই সিরিজ। মূলত হিন্দিতে শুট হলেও এর বাংলা ডাবিংও করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন