এই সিরিজে ঠিক কী রকম ধরনের গল্প দেখছে দর্শক সেটাই আজ আমরা জানবো, আর সেই গল্প জানালেন “সিন” সিরিজের মুখ্য চরিত্রের মধ্যে অন্যতম প্রধান চরিত্র আরিয়ান ডি রায় সঙ্গে অপরাজিতা ম্যাগাজিনের প্রতিনিধি, রিক্তা বিশ্বাস। “সিন” সিরিজের গল্প অবলম্বনে আরিয়ান বললেন প্রথমত, এই সিরিজটিতে কলকাতার একটি অন্ধকার জগতের কথা ও তদন্ত ভিত্তিক একটি গল্প তুলে ধরা হয়েছে। যেখানে একটা অপরাধের ঘটনা নিয়ে শুরু হয় তদন্ত। ধীরে ধীরে তদন্ত জটিল হতে থাকে, সেই জটিল সমস্যার সমাধান করতে দেখা যায় একজন পুলিশ অফিসারকে। তার পাশাপাশি মূল দুটো চরিত্র সেই সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে থাকে। তারা সেই সমস্যা থেকে বেরোতে পারবে কিনা, সেই ঘটনা রয়েছে এই সিরিজটিতে।
তারপর তিনি নিজের চরিত্র অবলম্বনে জানালেন ওয়েব সিরিজটিতে তাকে দেখা যাবে মূলত পুলিশের ভূমিকায়। কিন্তু এই চরিত্রটার দুটো দিক রয়েছে, ভালো ও খারাপ। একদিকে যে রকম পুলিশ অফিসার হয়ে অপরাধের জট খুলতে দেখা যাবে তাকে। ঠিক সেরকমই অন্যদিকে সে নিজের জীবনে নিয়ম মাফিক কাজ করে কিনা, সেটাও দর্শক দেখতে পাবে এই সিরিজটিতে। এরকমই উত্তেজনাভরা একটি গল্প নিয়ে গতকাল মুক্তি পেল অরুণাভ খাসনবীশ পরিচালিত ওয়েব সিরিজ “সিন”।
আরিয়ান দর্শকদের উদ্দেশ্যে বললেন “আমি চাই আপনারা প্রত্যেকে ওয়েব সিরিজটি দেখুন আশা করছি, প্রত্যেকেরই ভালো লাগবে এই ওয়েব সিরিজটি, কারণ আপনাদের ভাল লাগলে তবেই আমরা নিজেদেরকে সার্থক অনুভব করব”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন