aparajita

magazine

বুধবার, ৬ মে, ২০২০

অরুণাভ খাসনবীশ পরিচালিত সিন

অরুণাভ খাসনবীশ পরিচালিত সিন


আগামী ৮ই মে  স্ট্রিমিং হতে চলেছে আড্ডাটাইমস এর নতুন ওয়েব সিরিজ সিন ।বেশ কিছুদিন আগে এই সিরিজের পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যেই তা সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়। অরুণাভ খাসনবীশ পরিচালিত এই সিরিজে কলকাতার একটি অন্ধকার জগতের কথা তুলে ধরা হয়েছে।


যেখানে একজন পুলিশ অফিসার তার মতো করে অপরাধজগতের জটগুলো খুলতে থাকে। পাশাপাশি দুটি মূল চরিত্র সেই জটের মধ্যে জড়িয়ে পরতে থাকে। আদৌ সেই জট থেকে তারা বেরোতে পারে কি না, সেই নিয়েই মূল গল্প । এছাড়াও এই সিরিজে আরও একটি দিক তুলে ধরা হয়েছে সেটি হল মানুষের ফ্যান্টাসির জগৎ যেটি অত্যন্ত বর্ণময় বিশেষ করে প্রাপ্তবয়স্কদের  সেক্সুয়াল ফ্যান্টাসি খুবই বিচিত্র হয়ে থাকে। সেই ফ্যান্টাসির প্রতি টান মানুষকে কী ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যেতে পারে তা এই সিরিজ দেখলে জানা যাবে।  পরিচালক  অরুণাভ খাসনবীশের সাথে কথা বলে জানা যায় যে , তাঁর এই সিরিজে   সেক্সুয়ালীটি বা নগ্নতা আসল বিষয় নয়। এটা একটা অপরাধের গল্প। বড় বড় শহরগুলিতে এক ধরনের নেটওয়ার্ক থাকে যারা মানুষের বিভিন্ন যৌন পরিষেবা দেয়। সেই সকল দিক এই সিরিজে উল্লেখ্য ।গল্পের দুই মুখ্য চরিত্র কৌতুহলবশত হয়ে এমনই একটি নেটওয়ার্কের মধ্যে জড়িয়ে পড়বে। 

এই গল্পটি একটি থ্রিলার যেখানে অন্ধকার জগৎ সম্পর্কে মানুষকে কিছুটা হলেও জানানোর চেষ্টা করা হয়েছে।  দ্বিভাষিক এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন আরিয়ান ডি রায়, লক্ষ্য পঞ্জাবি, শ্বেতা মিশ্র । পরিচালক অরুনাভ খাসনবীশ প্রায় দুই হাজার ছেলেমেয়ের অডিশন নিয়ে এই চরিত্র গুলির কাস্টিং করেন। প্রায় তিনমাস ধরে ওয়ার্কশপ চলে। বাংলায় দাঁড়িয়ে হিন্দি ভাষায় সিরিজ তৈরি বেশ চ্যালেঞ্জিং ছিল পরিচালকের কাছে। এই সিরিজের বেশির ভাগ দৃশ্য শুটিং হয়েছে কলকাতায় এবং প্রথমাংশ টি শুটিং হয়েছে উত্তরবঙ্গে।পরিচালক,প্রযোজক রাজীব মেহরা, সকলেই এই ওয়েব সিরিজ নিয়ে বেশ আশাবাদী।বাকিটা দর্শকের হাতে সবমিলিয়ে এখন শুধু মাত্র স্ট্রিমিং এর অপেক্ষা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন