aparajita

magazine

সোমবার, ৪ মে, ২০২০

সেনাপতির দ্বিতীয় পর্ব পোস্টার রিলিজ


সেনাপতির দ্বিতীয় পর্ব পোস্টার রিলিজ


















আপনারা সবাই জানেন যে,  রিংগো বন্দ্যোপাধ্যায়-এর  পরিচালিত ওয়েব সিরিজ "সেনাপতিজ"- এর প্রথম পর্ব অনেকদিন আগেই মুক্তি পেয়েছে ও দর্শকদের প্রচুর ভালবাসাও পেয়েছে ওয়েব সিরিজটি।
 এবার আসতে চলেছে সেনাপতিজ -এর দ্বিতীয় পর্ব। যেটার ফার্স্ট লুক প্রকাশিত হয়ে গিয়েছে এরই মধ্যে। বর্তমানে লকডাউন এর কারণে থেমে রয়েছে শুটিং। আপনাদের আগেই জানানো হয়েছে যে, পরিচালক রিংগো বন্দ্যোপাধ্যায়ের মতে সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই সিরিজের প্রধান চরিত্র সেনাপতি পরিবার। সেখানে মুখ্য চরিত্রদের মধ্যে অন্যতম জয়  বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা যায় এই সিজনে ও  বারীন সেনাপতির ভূমিকায় দেখা যাবে তাকে।  তিনি বলেন  দেবেন সেনাপতির  চরিত্রে থাকবেন  প্রতীক দত্ত এবং  বারীন সেনাপতির বৌদির ভূমিকায় থাকছেন চূর্ণী অর্থাৎ  শাঁওলি চট্টোপাধ্যায়। "সেনাপতিজ" ওয়েব সিরিজের গল্প অবলম্বনে জয় বন্দ্যোপাধ্যায় জানালেন প্রথম পর্বের  গল্প ছিল   1971 থেকে 1974 এর ঘটনা। যেখানে দেখা গিয়েছিল দুই ভাইয়ের বাংলাদেশ থেকে কলকাতায় এসে   গ্যাংলর্ড হয়ে ওঠার স্ট্রাগল এর ঘটনা। জয়  বন্দোপাধ্যায় বললেন, এবারের পর্ব-তে থাকবে 1974 এর পরের ঘটনা। সেখানে দেখা যাবে তারা  মুম্বাইতে গিয়ে আন্ডারওয়ার্ল্ডের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করে এবং  গ্যাংলর্ড হয়ে ওঠে। এরপর মুম্বাই থেকে কলকাতাতে এসে ব্যবসা শুরু করার ঘটনা  থাকবে এই পর্বে। এরকমই এক উত্তেজনা ভরা গল্প নিয়ে আসতে চলেছে রিংগো বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ  "সেনাপতিজ" এর দ্বিতীয় পর্ব।  জয়  বন্দোপাধ্যায় দর্শকদের উদ্দেশ্যে জানালেন লকডাউন কেটে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব বাকি শুটিং শেষ করে মুক্তি পাবে  "সেনাপতিজ"-এর দ্বিতীয় পর্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন