বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সুব্রত শর্মা পরিচালিত মিউজিক ভিডিও "নতুন পৃথিবী আমরাই গড়বো"
বর্তমানে পরিস্থিতির চাপে সমাজের সমস্ত মানুষ ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে মানুষকে একটু সাহারা দেওয়ার জন্য, বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সুব্রত শর্মা পরিচালিত একটি মিউজিক ভিডিও যার নাম "নতুন পৃথিবী আমরাই গড়বো"।
ভিডিওটি ভাইরাল হয়েছে অনেকগুলো নিউজ চ্যানেলে। প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যেই ভিডিওটির ফিডব্যাক যথেষ্ট ভালো এসেছে দর্শকমহল থেকে।
"নতুন পৃথিবী" এই মিউজিক ভিডিও-টির মধ্যে দিয়ে পরিচালক বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সমাজের মানুষকে কি জানাতে চাইছেন সেই গল্পই আজ আমাদের জানাবেন এই ভিডিওটির পরিচালক সুব্রত শর্মা, সঙ্গে অপরাজিতা ম্যাগাজিনের প্রতিনিধি রিক্তা বিশ্বাস।
পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমত প্রত্যেক শিল্পী নিজের নিজের বাড়িতেই নিজের মোবাইলে শুটিং করেছেন এবং পরে সেই ভিডিও গুলো এডিট করে তৈরি করা হয়েছে "নতুন পৃথিবী আমরাই গড়বো", মিউজিক ভিডিওটি এডিট করেছেন পরিচালক নিজেই।
সুব্রত শর্মা আরো জানালেন এই ভিডিওতে, অনেক প্রফেশনের মানুষদের একসাথে লিপ মেলাতে দেখা যাবে। যাদের মধ্যে রয়েছেন অনিন্দ্য সরকার, রাজীব বোস, অভিরাজ দাসগুপ্ত, উজানী দাসগুপ্ত, সুস্মিতা রায় চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস, তনয়া নন্দি ও আরো অনেকে।
তার পাশাপাশি এমন কিছু মানুষ রয়েছেন যারা বাস্তবে পুলিশ অফিসার, আবার কেউ ডাক্তার, কেউ আবার শিক্ষিকা, এবং আরো ভিন্ন ভিন্ন প্রফেশনের মানুষকে দেখতে পাচ্ছেন দর্শক। সংগীত পরিচালক হিসেবে আছেন প্রসূন দাস, গান গেয়েছেন সায়ন্তনী পালিত, মৃন্ময় দে, অভিরাজ দাসগুপ্ত সবশেষে সুব্রত শর্মা জানালেন এরই মধ্যে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি, তবে নতুন পৃথিবীর পুরো টিম আশাবাদী যে আরো ভালো ফিডব্যাক আসবে দর্শকমহলে থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন