বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে অরুণাভ খাসনবিশ পরিচালিত আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ “সিন”। এই সিরিজটি প্রকাশিত হওয়ার কিছুদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। খুব ভালো ফিডব্যাক এসেছে দর্শকমহল থেকে। আপনারা অনেকেই জানেন, এই সিরিজের গল্প মূলত ক্রাইম তদন্ত কে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে এই তদন্তের মধ্যে দিয়ে আমাদের সমাজের অন্ধকারের একটা দিক তুলে ধরা হয়েছে। সেই তদন্তের সমাধান করতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার কে। তার পাশাপাশি এখানে প্রধান দুটো চরিত্র জড়িয়ে পড়ে অপরাধের জটে। তারা সেই জট থেকে বেরোতে পারবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে “সিন”। আজ আমাদের সাথে আছেন “সিন” সিরিজের অন্যতম প্রধান চরিত্র জৈত্রী চৌধুরী ।
এসিরিজে তার চরিত্র অবলম্বনে জৈত্রী চৌধুরী বললেন এখানে তার চরিত্রের নাম জুবেদা। প্রথমত মুসলিম একটি মেয়ের চরিত্র। সিন সিরিজের পারভিন ( মানে এই সিরিজের নায়িকা) তার মায়ের ভূমিকায় দেখা যাবে জুবেদা কে। এই সিরিজের শুরুতে জুবেদা কে দেখা যাবে সাধারন আর পাঁচটা মায়ের মত। কিন্তু ধীরে ধীরে গল্পের শেষে অন্য একটা চরিত্রে দেখা যাবে জৈত্রী চৌধুরীকে। আসলে ঠিক কী রকম ভূমিকায় দেখা যাচ্ছে তাকে সেটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে ওয়েব সিরিজ “সিন”।
তিনি দর্শকদের উদ্দেশ্যে বললেন সবাই দেখুন সিরিজটি। কারণ বাংলায় দাঁড়িয়ে হিন্দিতে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং। সেটা ছাড়াও গল্পটা দেখার আছে, অনেক কিছু বোঝার আছে এই গল্পটা থেকে। আর বাংলার মানুষ হিন্দিতে কাজ করতে পারে কিনা সেটাও একটা চ্যালেঞ্জ “সিন”- এর পুরো টিমের কাছে। আশা করছি সিরিজটির সবার ভালো লাগবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন