" সিন" সিরিজের অন্যতম মুখ্য চরিত্র নবনীতা চক্রবর্তী
আজ আমরা এমন একজনকে সাথে পেয়েছি তিনি শুধু “সিন” সিরিজের অন্যতম প্রধান চরিত্র-ই নয় তার পাশাপাশি তিনি এই সিরিজের কস্টিউম ডিজাইনার। তিনি হলেন নবনীতা চক্রবর্তী । তার কাছ থেকেই জানব এই সিরিজে তাকে কোন ভূমিকায় দেখতে পাচ্ছে দর্শক, সঙ্গে অপরাজিতা ম্যাগাজিনের প্রতিনিধি রিক্তা বিশ্বাস। এই সিরিজে নিজের চরিত্র অবলম্বনে নবনীতা চক্রবর্তী জানালেন এখানে তার চরিত্রের নাম সুরাইয়া। মূলত সুরাইয়াকে দেখা যাবে তদন্তকারী পুলিশ অফিসার সমর এর সঙ্গী হিসেবে এবং সুরাইয়া হচ্ছে সমরের অল্টার ইগো।
আর একটা অদ্ভুত ব্যাপার আছে, যে পুরো সিরিজে কোথাও সুরাইয়া এবং সমরের সম্পের্কের কোন নাম দেওয়া নেই। যে ওদের সম্পর্কটা আসলে কিসের, বন্ধুত্ব নাকি প্রেমিক-প্রেমিকার। সমরের জীবনের যত স্ট্রেস যত ইমোশন সেগুলো কেউ দেখতে পারে না, কিন্তু সেগুলো শেয়ার করার মানুষ একজনই আর সেই মানুষটাই হল সুরাইয়া। কারণ আমরা প্রত্যেকেই এমন একটা বন্ধু চাই, যার কাছে আমরা সব কথা শেয়ার করে শান্তি পাই। আর ঠিক সেরকমই একটা সম্পর্ক হচ্ছে সমর আর সুরাইয়ার। নবনীতা চক্রবর্তী দর্শকদের উদ্দেশ্যে বললেন পুরো সিরিজের টুইস্ট জানতে হলে আপনাদের সবাইকে দেখতে হবে “সিন”, কারণ সিরিজটিতে আলাদা একটা সিন আছে এবং অন্য রকম একটা অনুভূতি আছে। তাই আশা করছি সবারই ভাল লাগবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন