aparajita

magazine

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ সেনাপতির ফাস্টলুক


রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ সেনাপতির ফাস্টলুক

রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ সেনাপতির ফাস্টলুক সম্প্রতি প্রকাশিত হয়েছে।  টানটান উত্তেজনা রয়েছে দর্শক মহলে। রিংগো বন্দোপাধ্যায়ের সাথে কথা বলে জানা গিয়েছে সেনাপতি নিয়ে তারা প্রত্যেকে আশাবাদী।  লকডাউনের জেরে বাকি রয়েছে শুটিং এর কিছু অংশ।

পরিচালক রিংগো বন্দোপাধ্যায় জানিয়েছেন, সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজের প্রধান চরিত্র সেনাপতি পরিবার। যে পরিবার ১৯৭৬-এ কলকাতার বিকে পাল অ্যাভিনিউ ছেড়ে চলে যায় তখনকার বম্বেতে। তারপর হারিয়ে যায় মাফিয়াদের অন্ধকার দুনিয়ায়। ডুবে যায় বিশ্বাসঘাতকতা, ব্যভিচার, রাজনৈতিক শক্তি, খুন সহ সমস্ত ঘৃণ্য কাজে।  ভাঙন ধরে সেনাপতির পরিবার ও দাম্পত্য জীবনে, আসে নতুন মোড়, দেবেন ও তাঁর পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদ ধীরে ধীরে বেড়ে যায়, এই দেবেন সেনাপতির জীবনের লড়াই, বিশ্বাসঘাতকতার গল্প নিয়েই রিংগো বন্দোপাধ্যায়ের ‘‌ দ্য সেনাপতিজ’ ‌।


এই কাহিনীতে  থাকবে ১৯৭১ থেকে ১৯৭৪ পর্যন্ত। রিংগো বন্দোপাধ্যায়ের দাবী এমন গল্প নিয়ে এর আগে খুব কম সংখ্যক ওয়েব সিরিজ হয়ছে। বিগ বাজেটের এই সিরিজে ব্যবহৃত হয়েছে ডিজেআই অসমো পকেট ক্যামেরা মাত্র সাত ইঞ্চি লম্বা এই ক্যামেরাতেই তৈরি হচ্ছে সম্পূর্ণ সিরিজ। রিংগো বন্দ্যোপাধ্যায় সম্ভবত এদেশের প্রথম ফিল্মমেকার যিনি এই ক্যামেরাতে শুটিং শুরু করেছিলেন । এবার আর সল্প দৈঘ্যের ছবি নয় বানিয়ে ফেললেন পূর্ণাঙ্গ সিরিজ।  এই  সিরিজে বদলে গেছে মুখ্য চরিত্রের মুখ, পরিচালক নিজে অডিশনের মাধ্যমে তাদের সিলেক্ট করেন জোরকদমে চলে ওয়ার্কশপও ।

সবমিলিয়ে সেনাপতির যোদ্ধাদের গড়ে নিয়েছেন তিনি। এই সিরিজে দেবেনের ভূমিকায় থাকছেন প্রতীক দত্ত ও চূর্ণীর ভূমিকায় থাকছেন  শাঁওলী চট্টোপাধ্যায় । বারীন সেনাপতির ভূমিকায় এই সিজনেও রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায় । নতুন সিজনে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে সঙ্ঘমিত্রা তালুকদারকে । রিংগো বন্দোপাধ্যায়ের সাথে প্রথম কাজ সঙ্ঘমিত্রার তাঁর কাজের প্রশংসা করেছেন পরিচালক। ঠিক কবে স্ট্রিমিং হতে পারে তা এখনও পর্যন্ত জানা যায়নি আড্ডাটাইমস ও পরিচালকের পক্ষথেকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন