aparajita

magazine

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

অনেক স্বপ্ন পূরণ এখন ও যে বাকি



আগামী ২৭শে এপ্রিল আসছে অপরাজিতা ম্যাগাজিনের প্রথম প্রয়াস ফটো শর্ট ফিল্ম *অনেক স্বপ্ন পূরণ এখনো যে বাকি* । এটি একটি মিলিত প্রতিবেদন। আমাদের পক্ষ থেকে এই বিশ্ব মহামারী  বিরুদ্ধে লড়াই এর সতর্কীকরণ বার্তা পৌছানোর প্রচেষ্টা। ভিডিওটি তে বর্তমান সমাজের চিত্র প্রস্ফুটিত। অসংখ্য ধন্যবাদ জানাই তাদের যারা সর্বদা আমাদের পাশে থেকেছেন । এই ভিডিও তে কন্ঠ- মৃন্ময় রায়, লেখায় - মৌলী দত্ত,  চিন্তাভাবনা - বিশ্বজিৎ বিশ্বাস ও অভি কুন্ডু  এডিটার প্রশান্ত চক্রবর্তী, গবেষণা -রিক্তা বিশ্বাস, চিত্রগ্রহণ - প্রীতম ব্যানার্জি, প্রলয় রায়, অরিন্দম গাঙ্গুলী । এছাড়াও ছবি সংগৃহীত কলকাতা ফটোগ্রাফি, ক্যালকাতা ডেকোডিং, ক্যালকাতা ক্যানভাস, কলকাতা সিটি অফিশিয়াল পেজ থেকে ।  বিশেষ ধন্যবাদ জানাই ট্রলি ক্যাফে, হৃদয় নগর, কাটাকুটি, কাটাকুটি স্টুডিও, সিনে মিডিয়া, দ্যা অক্সিজেন স্টেটাস, জেবিপি নিউজ, আমেজিং বাঙালি, আমেজিং কলকাতা, ২৪x৭ নিউজ বেঙ্গল, নিউজ ডেইলি কর্ণার, তোমার গল্প আমার কন্ঠ, ফেসবুক পেজ গুলিকে।  আশা করি আগামী দিনেও সকলে আবারও আমাদের পাশে পাবো।  আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের অপরাজিতা ম্যাগাজিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে-এ ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন