aparajita

magazine

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত সেনাপতির দ্বিতীয় ইনিংস





রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত সেনাপতির দ্বিতীয় ইনিংস 

টেলিভিশন ছাড়াও মানুষ এখন ঝুঁকেছে ওয়েব সিরিজের দিকে।  তার মধ্যেই সামনে এসেছে আড্ডাটাইমস এর নতুন ওয়েব সিরিজ সেনাপতির ফাস্টলুক । বড়পর্দার দক্ষ পরিচালক রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত সিরিজের এটি দ্বিতীয় সিজন। এই সিরিজে গল্পে যেমন চমক আছে তেমন চমক আছে চরিত্রতেও । কাস্টিং এ আমূল পরিবর্তন দেখা যাবে এই সিজনে।  নতুন সিজনে বদলে গিয়েছে দুই মুখ্য চরিত্রের মুখ সাথে যুক্ত হয়েছে চতুর্থ একটি প্রধান চরিত্র। প্রথম ভাগে ছিল সত্তরের দশকের বাংলাদেশ থেকে পালিয়ে আসা পরিবার হতদরিদ্র রিফিউজি অবস্থা থেকে কীভাবে জড়িয়ে পড়ল কলকাতার চোরাকারবার নেটওয়ার্কের সঙ্গে আর কীভাবে একজন বাঙালি গ্যাংস্টারের জন্ম হল, সেই নিয়েই তৈরি হয়েছিল প্রথম সিজন। তবে দ্বিতীয় ভাগে থাকছে বিশেষ চমক। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজের প্রধান চরিত্র সেনাপতি পরিবার। যে পরিবার ১৯৭৬-এ কলকাতার বিকে পাল অ্যাভিনিউ ছেড়ে চলে যায় তখনকার বম্বেতে। তারপর হারিয়ে যায় মাফিয়াদের অন্ধকার দুনিয়ায়। ডুবে যায় বিশ্বাসঘাতকতা, ব্যভিচার, রাজনৈতিক শক্তি, খুন সহ সমস্ত ঘৃণ্য কাজে। তাদের নিয়েই  আগামী সিজন।  প্রথম সিজনে দেবেন সেনাপতি ও চূর্ণী সেনাপতি-র চরিত্রে ছিলেন শুভজিৎ কর ও প্রিয়ম চক্রবর্তী। নতুন সিজনে এই চরিত্র দুটির বদল ঘটেছে।নতুন সিজিনে দেবেনের ভূমিকায় থাকছেন প্রতীক দত্ত ও চূর্ণীর ভূমিকায় আসছেন শাঁওলী চট্টোপাধ্যায় । বারীন সেনাপতির ভূমিকায় এই সিজনেও রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। নতুন সিজনে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে টেলিপর্দার জনপ্রিয় নায়িকা সঙ্ঘমিত্রা তালুকদারকে। এটাই তাঁর ওয়েব ডেবিউ । লীনা নামক চরিত্র দেখা যাবে সঙ্ঘমিত্রাকে। এই সিরিজ নিয়ে আশাবাদী সকলেই। শীঘ্রই এই সিরিজের স্ট্রিমিং হতে চলেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন