aparajita

magazine

রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

চেনা জীবনের অচেনা গল্পের আত্মপ্রকাশ


চেনা জীবনের অচেনা গল্পের আত্মপ্রকাশ

গত ২রা ফেব্রুয়ারি শনিবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল ‘ অপরাজিতা’ ম্যাগাজিন।

 
চেনা জীবনের অচেনা গল্প তুলে ধরবে এই ম্যাগাজিন। ২০১৯ সালের ১৪ই এপ্রিল থেকে পথ চলা শুরু করে মাত্র কয়েক মাসেই এটি মুদ্রিত সংস্করণ নিয়ে এল পাঠকদের জন্য ।



প্রেসক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘জিয়ন কাঠি ‘ মেগার লিড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ,নৃত্যশিল্পী ও অভিনেতা রিকি তিওয়ারি কোরিওগ্রাফার স্যান্ডি রম্, ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা অভি কুন্ডু, মুখ্য প্রতিবেদক ও অভিনেত্রী মৌলী দত্ত,  মার্কেটিং হেড বিশ্বজিৎ বিশ্বাস, এডিটর প্রশান্ত চক্রবর্তী প্রমুখ।


এই পত্রিকায়  থাকছে অভিনেতা অভিনেত্রী দের সাক্ষাৎকার, রান্নাঘর, বিউটি টিপস, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় টিপস, নতুন প্রজন্মের লেখক লেখিকা দের গল্প,কবিতা,আঁকিবুকি, ফ্রেমবন্দী, রাশিফল সহ আরোও অনেক কিছু।



সাংবাদিক সম্মেলনে সম্পাদক অভি কুণ্ড বলেছেন যে ত্রৈমাসিক এই পত্রিকার পরবর্তী সংস্করণ-এ আরও নতুন ভাবনা নিয়ে আসছে ম্যাগাজিন।  থাকবে দেশের অপরাজিত নারী জীবনের কথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন