২০১৮ সালের ভুলের পুনরাবৃত্তি করলেন বাংলা টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা জয় মুখোপাধ্যায়। সেসময় তাঁর তৎকালীন প্রেমিকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
এবার বছর দুয়েকের মাথায় ফের একই কাণ্ড ঘটালেন অভিনেতা জয়। দিন কয়েক আগেই মহিলা সহকর্মীর গায়ে হাত তোলার জন্য ‘জিয়নকাঠি’ ধারাবাহিক থেকে বাদ পড়েছেন অভিনেতা জয় মুখোপাধ্যায়।
শুটিং চলাকালীনই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে মারধর করেন তিনি। যে অভিযোগের ভিত্তিতে রাতারাতি জয়কে ধারাবাহিক থেকে সরিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা। এবার তারই পরিবর্তে ‘জিয়নকাঠি’তে ঋষির চরিত্রে দেখা যাবে টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন