aparajita

magazine

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

কুড়ি টাকার বেশ্যা



এই বাবু কুড়িটা টাকা দিবি ? ছেলের জামা কিনব।
কেনরে শালি, আমি তোর ভাতার নাকি যে হারামীর বাচ্চাটার দায়িত্ব নেব ? ৭০ টাকায় রফা হয়েছে, একটা টাকাও বেশি পাবিনা শালী।
স্থান : সমাজ থেকে বহু দূরে সমাজ বহির্ভূত একটি পতিতালয়।
কথোপকথন : এক অভদ্র যৌনকর্মী ও তার "ভদ্র খদ্দের"।
জানিস বাবু ছেলেটার না খুব জ্বর। ঔ লতুর মা কে জলপট্টি দেওয়ার জন্য বসিয়ে আসলাম। মাগির বয়স হয়েছে, শরীর খাটাতে পারেনা। আমিই ওকে ছেলেটার কাছে বসিয়ে আসলাম, বল দিকি আমি গতর না খাটালে ৩ টে পেট চলবে?
বাবু কুড়িটা টাকা দিবি? ছেলেটা আবদার ধরেছে নতুন জামা পড়বে। পূজা আসছে, আমার নতুন কাপড় না হলেও চলবে। বল দিকি শরীর ঢাকলে আমাদের পেট চলবে?
ঐ বাবু কুড়িটা টাকা দিবি? ছেলেটার জামা কিনব। জানিস বাবু, আমারও ঘর ছিল, মরদ ছিল। শালা মরদটার সব আবদার শুনতাম, তুই আজ আমায় যেমনি করে উল্টে পাল্টে খেলি শালা মরদটাও আমারে খেত। জানিস শত কষ্ট হলেও সংসার আর ছেলেটার মায়ায় মুখে "রা" করতাম না। শালা হারামী মরদ গাঁজা - আফিম - মদ খেয়ে খেয়ে পড়ে থাকতো, আর আমি বাবুদের বাড়িতে ঝিগিরি করে সংসারের পেট চালাতাম। বিশ্বাস কর "বাবু", ইজ্জত বেঁচিনি কুথাও তখন। একদিন ঐ হারামী সোহাগের মরদ কোথা থেকে এক বাজারের মাগিকে ঘরে তুলল। জানিস বাবু দুঃখে দুইদিন না খেয়ে থাকলেও মুখে খাবারের থালাটা ধরেনি।
আস্তে আস্তে সব ভুলে যখন দুই বুনে মিলে সংসার করবো ভাবছি ঠিক তখনই কপাল পুড়ল, সাথে ইজ্জতটাও। ঐ হারামী মরদ আমার ঘরে কুড়িটা টাকার জন্য ৩ খান মরদ ঢুকায় দেয়। ছয় মাসের ছেলেটার সামনে আমারে ছিঁড়ে খায় জানোয়ার ৩ টা। জানিস বাবু যে ছেলেটা আমার শরীরটাকে দুইবার যত্ন করে খেল আমার হাঁটুর বয়স। কত্ত করে বুঝাইলাম বেটা ছেড়েদে আমায়, আমি যে তোর মায়ের মত। হারামীটা কি বলেছিল জানিস? বলে আমার মা তো ঘরে আব্বার সাথে ঘুমাই আছে, আমিও তোর সাথে ঘুমাইতে আসলাম। তা বাবু তুরাতো নিষ্প্রাণ দ্যাশরেও মা ডাকিস, তা এই রক্ত মাংসের মায়ের এমন কেন হল কইতে পারবি? ঘর ছাড়লাম।
ঐ বাবু কুড়িটা টাকা দিবি? ছেলেটা নতুন জামা পড়বে। জানিস বাবু ঐ দালাল ছেলেটা আছেনা, উইযে তোরে যে দরদাম করে আমার কাছে নিয়ে আসল। একবার উর সাথে খুব লিপিস্টিক লাগায়, একটু সাইজ্জা একটা "বিলিতি রানীর বাগান" এ গেছিলাম। জানিস উইখানেওনা আমার মত কত্ত জনরে দেখলাম। এত্ত আমাদের মত ম্যায়ামানুষ আসে কুথ্থেকে কইতে পারিস বাবু? আমরা তো অন্ধকারে শরীর বিকাই, ঔ দিদি-বুনেরা দিনের আলোয় এত্ত সাহস কুথায় পায় কইতে পারিস বাবু?
ঐ বাবু কুড়িটা টাকা দিবি, ছেলেটার জামা কিনব? জানিস বাবু খুইব কষ্ট হয়, মাসের ঐ দিনগুলাতেও রেহাই পাইনা। না খাটলে মোদের পেট চলে বল? তুরা হইলি আমাদের ভগবান। তা বাবু আমাদের রাস্তায় দেখলে মুখ লুকাস কেনরে? আমাদের বাচ্চাগুলার বাবা নাই ঠিক, মা তো আছে। তোরা কেউ কইতে পারিস ওদের নাম এত্ত অদ্ভুত কেন, "খানকির ছেলে"?
আচ্ছা বাবু মা কালীরেও তো কত্তজন ছোঁয়, মা কালী কি অপবিত্র হয়? আমরা কেন অপবিত্র তার জবাব আছে বাবু?
কুড়িটা টাকা দিবি বাবু, ছেলেটারে দুই মুঠ ভাত খাওয়াব। দে না বাবু, আমি নাহয় তোর কাছে চিরকাল " কুড়ি টাকার বেশ্যা " হয়েই থাকব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন